পিরোজপুরে জেলা ক্রীড়া অফিস " এর সার্বিক ব্যবস্থাপনায় ২৪/০৯/২৪ তারিখ সকাল ১০.০০ ঘটিকায় অত্যন্ত আনন্দমুখর ও জাঁকজমকপূর্ণ পরিবেশের মধ্য দিয়ে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়াধীন ক্রীড়া পরিদপ্তর কর্তৃক আয়োজিত বার্ষিক ক্রীড়া কর্মসূচি ২০২৪/২৫ এর আওতায় বিহারীলাল মিত্র পাইলট মাধ্যমিক বিদ্যালয় মাঠে কাবাডি ও দাবা প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। উক্ত পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব মোঃ ইয়াছিন আরাফাত রানা, উপজেলা নির্বাহী অফিসার, ভান্ডারিয়া, পিরোজপুর, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব মো: জহিরুল আলম , উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার ভান্ডারিয়া পিরোজপুর , সভাপতিত্ব করেণ জনাব সাপাতুল ইসলাম জেলা ক্রীড়া কর্মকর্তা পিরোজপুর ।
এতে ৮ টি শিক্ষা প্রতিষ্ঠানের কাবাডিতে ৪৮ জন ও দাবায় ২০ জন ছাত্র ছাত্রী সহ মোট ৬৮ জন ছাত্র/ ছাত্রী অংশগ্রহণ করে এসময় বক্তারা বলেন বর্তমান যুগে ছাত্র-ছাত্রীদের মাদক, ইভটিজিং ও বিভিন্ন অসামাজিক কার্যকলাপ থেকে দূরে রাখতে খেলাধুলার কোন বিকল্প নাই।। এ সময় প্রচুর দর্শক উপস্থিত থেকে উক্ত খেলাটি উপভোগ করেন।ধন্যবাদ।।